বঙ্গোপসাগরে ট্রলার ডুবি নিহত ১, নিখোঁজ ২৬
বঙ্গোপসাগরে সৈকত থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের লাশ ও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২৬ জন।
শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড সূত্র জানায়, ভোরের দিকে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজ মাছ ধরার ট্রলার এসভি বন্ধনকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সব জেলে মাঝি নিখোঁজ রয়েছেন। পরে একজনের লাশ ও জীবিত দুই জনকে উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে চট্টগ্রাম থেকে আসা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় কাজ করছে।