বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ৭
বান্দরবানের লামায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী একটি ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লামার ইয়ংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আফতাব (৫৫), আমজাদ (৪৫), রাজীব (৪০), রবিন (৩৫), হাসান (৩৫), রাকীব (৪০) ও হাসান (৩৫)। নিহতদের সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে।
পুলিশ জানায়, একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ার বসানোর কাজের জন্য যন্ত্রপাতি ও শ্রমিক নিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে লামার মিরিঞ্জা পর্যটন এলাকায় যাচ্ছিল ট্রাকটি। ইয়ংছা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬- ৩৫৬৮) খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরো ১১ জন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরো তিনজনের মৃত্যু হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে লামার ইয়ংছায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হন। আহত হয়েছেন আরো আটজন।
তিনি আরো জানান, লামা থানায় মামলা দায়েরের পর সাতজনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।