শের-ই-বাংলা মেডিকেলে ছাত্র রাজনীতি বন্ধ
আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
একাডেমিক কাউন্সিলের সভা শেষে মঙ্গলবার দুপুর দেড়টায় এ সিদ্ধান্তের কথা জানান কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা।
সোমবার রাতে ছাত্রলীগ দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের ৪ কর্মী এবং পুলিশের এসআই আহত হন। খবর পেয়ে রাত আড়াইটায় কলেজ অধ্যক্ষ ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হল তল্লাশির নির্দেশ দেন। এ সময় পুলিশ লাঠিসোটা উদ্ধার করলে পরিস্থিতি শান্ত হয়।
এর জের ধরে মঙ্গলবার সকালে ফের উত্তেজনা দেখা দিলে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এরপর কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় কলেজের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে রাতের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা।