পিডিবির সাবেক চেয়ারম্যানকে গলা কেটে হত্যা
রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় নিজ বাসায় খুন হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার রাত ৯টার মুক্তিযোদ্ধা খিজির খানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
ছয়তলা ওই ভবনটি খিজির খানের নিজেরই বলে জানা গেছে। বাসার তৃতীয়তলায় স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে থাকতেন তিনি। তবে বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় তলায় একটি খানকাহ শরীফ রয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খানকাহ শরীফকে কেন্দ্র করে মতবিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
রাত সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি প্রচারিত প্রতিবেদনে বলা হয়, ওই ভবনটির কলাপসিবল গেট আপাতত বন্ধ রেখেছে পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।