১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেডিক্যাল ভর্তি কোচিং বন্ধ
আগামী সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ জারি করা হয়।
জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টারগুলো বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।