আপাতত সংসার

বিয়ের পর অনেকটাই বদলে গেছেন সারিকা। সংসারী করে গড়ে তুলছেন নিজেকে। আর সারাদিনই ব্যস্ত মেয়েকে নিয়ে। আবারও নতুন করে মিডিয়াতে ফেরার কোনো খবরও দিচ্ছেন না তিনি। সারিকা বলেন, ‘আপাতত সংসার নিয়েই ভালো দিন কাটছে আমার। আর মা’ ডাকা শোনার পর অভিনয় নিয়ে ভাববো।’