যুক্তরাষ্ট্রকে হতাশ করে ফাইনালে জ্যামাইকা
কনকাকাপ গোল্ড কাপের ফাইনালে উঠেছে ক্যারিবিয়ান দেশ জ্যামাইকা। তারা ২-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে। এর মাধ্যমে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট কেটেছে তারা।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ডোম স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলার ৩১ মিনিটে এগিয়ে যায় জ্যামাইকা। হেড থেকে গোল করেছেন ড্যারেন ম্যাটোকস। ৫ মিনিট পর ফ্রি থেকে ব্যবধান দ্বিগুণ করেন গিলেস বারনেস। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
বিশ্রামের পর ব্যবধান কমান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মাইকেল ব্রাডলি। ৪৮ মিনিটে জালে বল জড়ান তিনি। অবশ্য একটি গোল শোধ করলেও পরে শত চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। তাই স্বাগতিকদের হতাশ করে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠার আনন্দে মাতে জ্যামাইকা।