সরকারি কর্মচারী আইনের খসড়া অনুমোদন
মাঠ প্রশাসনে পাঁচ বছর কর্মরত কর্মকর্তাদের পদোন্নতিকে অগ্রাধিকার দিয়ে সরকারি কর্মচারী আইন-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ ছাড়া মন্ত্রিসভা আর্মি (সংশোধন) আইন-২০১৫ এবং এয়ারফোর্স (সংশোধন) আইন- ২০১৫ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫ এর খসড়ার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অধ্যাদেশ-২০১৫ এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।