ধর্ষণ রুখতে বিশেষ যন্ত্র-Rape-aXe

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার চিকিতসা বিজ্ঞানী সনেট এহলার্স আবিষ্কার করেছেন Rape-aXe। ২০০৫ সালে প্রথমবার Rape-aXe তৈরি করেছিলেন সনেট। কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরবর্তীকালে ওই যন্ত্র আরও উন্নত করে তুলেছেন তিনি। সনেটের মাথায় Rape-aXe -এর মতো একটি অভিনব ধর্ষণরোধক যন্ত্র আবিষ্কারের চিন্তাটি আসে এক ধর্ষিতার কথায়।
তাঁকে এক ধর্ষিতা রাগ ও আক্ষেপের সঙ্গে বলেছিলেন, ‘আমার যোনিতে যদি একটা দাঁত থাকত, তাহলে ওই ধর্ষকের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতাম।’ ওই ধর্ষিতার কথা শুনেই সনেট ভাবতে শুরু করেন Rape-aXe সম্পর্কে।
কী ভাবে কাজ করবে এই যন্ত্র?
সনেট জানাচ্ছেন, এই যন্ত্রটি দেখতে অনেকটা রবার টিউবের মতো। মহিলারা এই যন্ত্রটিকে যোনিপথের মুখে লাগিয়ে রাখতে পারবেন। কোনও পুরুষ জোর করে যৌনসঙ্গম করতে গেলেই, সংশ্লিষ্ট পুরুষের যৌনাঙ্গ যখনই ওই মহিলার যোনিতে প্রবেশ করতে যাবে, তখনই Rape-aXe কামড়ে ধরবে ধর্ষকের যৌনাঙ্গ।
এতটাই কঠিন সেই কামড় হবে যে, অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। সনেটের কথায়, ‘মহিলারা কোনও পার্টিতে বা ব্লাইন্ড ডেটে গেলে এই যন্ত্র ব্যবহার করতে পারেন। আমার মনে হয় ধর্ষণ রুখতে এর থেকে ভালো উপায় আর নেই।’