চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন।
শনিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।
হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বাসযাত্রী ও পুরুষ। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, ইফতারের পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি নয়াবাজার এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুঘর্টনায় আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুমেক হাসপাতালে নেয়া হয়। রাত পৌণে ৯টার দিকে চৌদ্দগ্রামে দুজন ও কুমেকে আরো দুজন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।