স্যামসাংয়ের মুনাফা ৬০ শতাংশ কমেছে
চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে। তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটি এ প্রান্তিকেই এত কম মুনাফা করেছে।
বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্যামসাং ৩৮০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ কম। তবে, চলতি মাসের শুরুতেই মুনাফার এ অবনমন বিষয়ে সতর্ক করেছিল স্যামসাং।
বিবিসি জানিয়েছে, স্মার্টফোন বিক্রি কমায় আলোচিত প্রান্তিকে দক্ষিণ কোরিয়া ভিত্তিক কোম্পানিটির মুনাফায় এ পতন ঘটেছে। প্রতিদ্বন্দ্বী অ্যাপলের দাপটে বাজারে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে স্যামসাং।
এছাড়া ট্যাবের বাজারে জিওমি এবং লেনোভোর আধিপত্য বৃদ্ধি স্যামসাংয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।