গণিতে উন্মোচিত হলো নিখোঁজ মালয়েশীয় বিমানের রহস্য!
কী ঘটেছিলো ২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ওই বিমানের ভাগ্যে; গণিতবিদেরা তা উন্মোচনের দাবি করেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রহস্য উদঘাটনের দাবি করেছেন কাতারের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গণিতবিদরা। মার্কিন গণিত সমিতি `নোটিশেস অব দ্য আমেরিকান ম্যাথমেটিকেল সোসাইটির’ বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রতিবেদনে এমএইচ ৩৭০ বিমানটির প্রকৃতপক্ষে কী হয়েছিল তা কম্পিউটার সিমিউলেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন তারা।
গবেষক দলের দাবি, বিমানটি একদম ৯০ ডিগ্রী কোণে ভারত মহাসাগরে খাড়াভাবে পর্যবসিত হয়। আর খাড়াভাবে পড়ার কারণে এক মিনিটের ভিতরেই বিমানটি সাগরের তলদেশ অব্দি পৌঁছায়। গণিতবিদদের মতে, এ কারণেই উদ্ধারকর্মীরা বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য জায়গাটিতে কোন ধ্বংসাবশেষ বা তেল ছড়িয়ে থাকতে দেখেননি।
তবে গবেষক দলের প্রধান গুং চেন স্বীকার করেছেন যে, মালয়েশীয় বিমানটির অন্র্ধান রহস্য নিয়ে তাদের গবেষণার ফলাফলই চূড়ান্ত নয়। তাঁর মতে, বিমানের ব্ল্যাক বক্স পাওয়ার আগ পর্যন্ত বলা সম্ভব নয় যে সত্যিকার অর্থে চূড়ান্ত মুহূর্তে কী ঘটেছিল। তবে বিমানটি যে সাগরে খাড়াভাবে পর্যবসিত হয় সেটি ফরেনসিক বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে সমর্থন করেছেন বলে জানিয়েছেন তিনি।
২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে বিমানটির অন্তর্ধান রহস্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। তবে ঘটনার এক বছর পেরিয়ে যাওয়ার পরও হয়নি কোন সুরাহা। দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এমন ধারণা থেকে সেখানে অভিযান চালিয়েও পাওয়া যায়নি কোন ধ্বংসাবশেষের সন্ধান। বিমানে থাকা আরোহীদের সলিল সমাধি হয়েছে বলে সেসময় ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।