হরতাল সমর্থনে জামায়াতের ঝটিকা মিছিল
জামায়াতে ইসলামী তাদের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার ২৪ ঘণ্টার হরতাল পালন করছে। হরতালের সমর্থনে আজ সকালে রাজধানীর খিলক্ষেত, কাফরুল, তেজগাঁও, রমনা থানা আঞ্চলিক জামায়াত শাখাগুলোর ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।
মুজাহিদের রায়ের পর গতকাল এ কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান।
জামায়াতের ঢাকা মহানগরীর প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর খিলক্ষেতে হরতাল সমর্থনে সকাল ৬টায় বিক্ষোভ মিছিল করেছে কর্মীরা।
সকাল সাড়ে ৬টায় কাফরুলে মিছিল করে কাফরুল থানা জামায়াত। একই সময়ে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে তেঁজগাও থানা জামায়াত। এছাড়া রাজধানীর রমনায়ও মিছিল করেছে জামায়াত কর্মীরা। এসব মিছিলে পৃথক-পৃথকভাবে ২০-৩০জন নেতাকর্মীরা অংশ নেয়।