শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১ টার দিকে শাকিল, লিটন ও তরুন পাবারখানা ত্রিমোহনী এলাকার কৃষক শামসুল ধান ক্ষেতে গেলে তার সাথে নাতী তরুন, শাকিল এবং লিখন মাঠে যায়। পরে তরুনের দাদা শামসুল তরুনকে বাড়ি যেতে বলে। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোজাখুঁজির পর বিকেল সোয়া ৫টার দিকে শাকিলের পিতা মজিবর বারখাদা ক্যানেলপাড়া এলাকার কুয়ায় তিন জনের লাশ দেখতে পায়। নিহত শাকিল ও লিখন আপন চাচাত ভাই। স্থানীয়রা জানায়, বারখাদা বিলে শাপলা তুলতে গিয়ে তিনজন কুয়ায় ডুবে যায়। সাতার না জানা তিন শিশু অকালে সলিল সমাধি ঘটেছে।