মীম-ইমনকে শুভকামনা জানালেন শাবনুর
গত ১৮ মে সন্ধ্যায় গুলশানের রেস্তোরাঁয় তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবির এক জমকালো অনুষ্ঠানে ছবির প্রধান কুশলী মীম ও ইমনকে শুভকামনা জানাতে আসেন চিত্রনায়িকা শাবনুর। গত কয়েক মাসে বিভিন্ন অনুষ্ঠান আর পার্টিতে নিয়মিতই থাকছেন ঢালিউডের একসময়কার এই শীর্ষ নায়িকা। আর তাকে পেয়ে অনুজপ্রতিমরাও নায়িকার সাথে সেলফি তোলা থেকে শুরু করে নানা আড্ডাবাজিতে অংশ নিচ্ছেন হরহামেশায়।
শাবনুর অনুষ্ঠানে হাজির হয়ে বলেন, ‘ছবি দুটির গান দেখে বোঝা যায় ‘পদ্ম পাতার জল’ ছবিটি নির্মাণের ক্ষেত্রে অনেক যত্ন নেয়া হয়েছে। ভালো প্রযোজক আসা দরকার। আমাদের পাশের দেশের কলকাতা এক সময় পিছিয়ে ছিল, আর আমরা এগিয়ে ছিলাম। কিন্তু এখন তারা বাংলা ছবি দিয়ে অনেকদূর এগিয়ে গেছে এবং আমরা পিছিয়ে পড়েছি। আমাদের চেষ্টা থাকবে সামনে এগিয়ে যাবার। আর এ ছবির প্রধান দুই অভিনয় শিল্পী মিম ও ইমনের জন্য শুভকামনা রইলো।’ এটি রক গায়ক ও নাট্য নির্মাতা তন্ময় তানসেনের প্রথম চলচ্চিত্র। তরুণ এই নির্মাতা তার দীর্ঘদিনের নির্মাণ অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই ছবিটি নির্মাণ করেছেন। তাই ছবিটি নিয়ে উচ্চাশাও কম নয়। এছাড়া ছবির তরুণ প্রযোজকও ছবিটির ব্যাপারে দারুণ আশাবাদী। অন্যদিকে মীম ও ইমন দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে একাধিক পরীক্ষা দিচ্ছেন। এই ছবিটি তাদের পরীক্ষার জন্য উন্নত ফলাফল দর্শকরা উপহার দেবেন তেমনটাই প্রত্যাশা করেন দুই তরুণ অভিনেতা।