দেখা হলো তাদের ২ মাস ১০ দিন পর
ভারতের শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে দীর্ঘ ২ মাস ১০ দিন পর স্বামীর সঙ্গে দেখা করলেন তিনি।
সাড়ে ৮টার দিকে হাসপাতালে যাওয়ার ২০ মিনিট মতো পরেই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। তবে হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে বিশেষ একটা কথা বলেননি তিনি।
সামান্য কথাতে হাসিনা আহমেদ যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে- পরবর্তী আইনি প্রক্রিয়ার উপরই বেশি জোড় দিচ্ছেন তিনি। হাসিনা আহমেদ বলেছেন, আগামীকালই তিনি আইনজীবীর সঙ্গে কথা বলবেন।
এছাড়া সালাহ উদ্দিনের চিকিৎসা করাতে তাকে তৃতীয় কোনো দেশে নেয়ারও চেষ্টা চালাবেন বলে ইঙ্গিত দিয়েছেন হাসিনা আহমেদ। তিনি জানিয়েছেন, এ জন্য চিকিৎসকের সঙ্গেও কথা বলবেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে সামান্য কথপোকথনে ভারতীয় সরকার এবং প্রশাসনকেও .ধন্যবাদ জানান হাসিনা।
রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন হাসিনা আহমেদ। দুই মাস ধরে নিখোঁজ থাকা স্বামীর খোঁজ দিন কয়েক আগে পেলেও ভিসা জটিলতায় ভারতে যেতে পারছিলেন না তিনি।
রোববার বিকেলে ভিসা পেয়ে রাতেই কলকাতা পৌঁছানোর পর সোমবার সকালে কলকাতা থেকে একটি বিমানে করে শিলংয়ে পৌঁছান হাসিনা আহমেদ।
শিলংয়ে আগে থেকেই আছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি। তিনিও সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভী গ্রেপ্তার হলে বিএনপির মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হন সালাহ উদ্দিন। অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তিনিই ২০ দলীয় জোটের কর্মসূচির জানান দিয়ে আসছিলেন।
এরই মধ্যে ১১ মার্চ সালাহ উদ্দিনের স্ত্রী ও বিএনপির তরফ থেকে দাবি করা হয় ১০ মার্চ রাতে তাকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রথম থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে আসছিল তারা সালাহ উদ্দিনকে আটক করেনি।
স্বামীর খোঁজ পেতে আদালত পর্যন্তও গেছেন হাসিনা আহমেদ।
এরপর ১২ মে হাসিনা আহমেদ শিলং থেকে সালাহ উদ্দিনের ফোন পাওয়ার কথা জানান গণমাধ্যমে। তবে ঠিক কীভাবে বিএনপির এই নেতা শিলং পৌঁছালেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।