পাকিস্তানে দল পাঠাতে শর্ত দিলেন বিসিবি সভাপতি
সপ্তাহ খানেক আগে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দুই দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে আমন্ত্রণ জানান পিসিবি সভাপতি।
নাজমুল হাসান পাপন স্রেফ জানিয়ে দেন আইসিসির সবুজ সংকেত পেলেই বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে যাবে।
আপাতত মাশরাফি-মুশফিকদের পাকিস্তানে পাঠানো সম্ভব না হলে নারী ক্রিকেট দল কিংবা অনূর্ধ্ব-১৯ দলকে পাকিস্তানে পাঠানোর অনুরোধ জানান পিসিবি সভাপতি। তখন সরাসরি ‘হ্যাঁ’ বলেননি পাপন। তবে বুধবার নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। এর জন্য পাকিস্তানকে শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
বুধবার সংবাদমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, ‘পাকিস্তান সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওই দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের নিরাপত্তার বিষয়ে আমরা নজর রাখব। যদি পরিস্থিতি ইতিবাচক হয়, তাহলে আমরা নারী ক্রিকেট দল পাকিস্তানে পাঠাব।’