ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আটক ৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর ডিএমপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্র ইউনিয়ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তারা টিএসটি থেকে মিছিল নিয়ে বের হন। এ সময় তারা শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সামনে দিয়ে বেইলি রোডের মুখে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। লাঠিপেটা করে। ফাঁকা গুলিও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
সংগঠনটির দাবি পুলিশের ফাঁকা গুলি ও লাঠিপেটার পাল্টা জবাব দিতে গিয়েই ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক, সহসভাপতি মারুফ বিল্লাহ তন্ময় ও পয়লা বৈশাখের নারী লাঞ্ছনার প্রতিবাদকারী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীও রয়েছেন।
আহত অন্যরা হলেন- ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি তনু রাশ তন্ময়, মেহেদী হাসান, হাসেন তারেক, রাজীব, রাশেদুল হক, জিলানী আহমদ, বাকির উজ্জামান, জয়হের লাল, দীপক শীল, রাফি, অমিত, শাহরিয়ার, রাসেল হোসেন তুষার, ইসমত জাহান প্রমুখ।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশের লাটি-পেটায় ছাত্র ইউনিয়ের নেতা-কর্মী আহত হওয়া ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আল-আমিন দ্য রিপোর্টকে এই তথ্য জানান।