ফলোঅনের শঙ্কায় টাইগাররা

এর আগে মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট পতনের পর ৫৫৭ রানেই ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান। শুভাগত হোম একই ওভারে আজহার ও শফিককে বিদায় করেন। এরপরের ওভারেই ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহকে ফিরিয়ে দেন তাইজুল। যে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৫৩০। সেখান থেকে আর মাত্র ২৭ রান যোগ করতেই ৪ উইকেট নেই!
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে হাফিজ ও তামিমের পর এবার ডাবল সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের আজহার আলী।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেন আজহার ও শফিক। পঞ্চম জুটিতে ২০৭ রান করে আজহার সাজঘরে ফেরেন। শুভাগত হোমকে তুলে মারতে গিয়ে তিনি সীমানায় মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন। এর আগে তিনি ২২৫ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন। তার ইনিংসটি ছিল ২০টি চার ও দুটি ছক্কায় সাজানো।
দ্বিতীয় দিনে সাকিবের প্রথম ওভারের চতুর্থ বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিসবাহ (৯)। তখন পর্যন্ত দ্বিতীয় দিন রানের দেখা পায়নি পাকিস্তান।