শপথ নেয়ার পর নগরপিতার কার্যালয়ে নিজ আসনে বসলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক। বুধবার শপথ শেষে দুপুর ১২টার দিকে নগরভবনে যান তিনি। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
নগরপিতার আসনে বসে আনিসুল হক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সময় বেশি নেই। যা করার ছয় মাসের মধ্যেই করবো।’
তিনি আরো বলেন, ‘নগরীর কোথাও কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না। পুরো নগর আলোকসজ্জায় থাকতে হবে। নগরবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়ে আমি মেয়র নির্বাচিত হয়েছি, সেসব প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।’
উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক জানান, নতুন মেয়রকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শ্রমিক সংগঠনগুলো ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন।
প্রথম দিনে প্রায় দুই ঘণ্টা অফিস করেন আনিসুল হক। এসময় কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের সঙ্গে পরিচিত হন তিনি।
এর আগে দুপুরে বঙ্গ ভবন থেকে শপথ নিয়ে বঙ্গবন্ধুর পথিকৃতিকে শ্রদ্ধা জানান আনিসুল হক।