সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম-ইমরুল
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৩২ রানে অলআউট হয়ে যায় টাইগারা। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৬২৮ রান। জবাবে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস দারুণ সূচনা করে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস সাবলিলভাবে ব্যাট করেন। এ দুজন মিলে রেকর্ড রানের জুটি গড়েন। যা টেস্টে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রান।
এর আগে টেস্টে বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২২৪ রান। শুক্রবার তামিম ও ইমরুল মিলে সেই রান টপকে যান। তারা দুজন মিলে সংগ্রহ করেন করেন ২৭৩রান। এ যাত্রায় তামিম করেন ১৩৮ রান আর ইমরুল করেন ১২৭ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুজন অপরাজিত আছেন। তাদের এই রান শুধু প্রথম উইকেট নয়, যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে আশরাফুল ও মুশফিক মিলে ২৬৭ রানের জুটি গড়েছিলেন। সেটা ভেঙে ইমরুল ও তামিম মিলে ২৬৮ রানের জুটি গড়েছেন।